
নিরাপত্তার স্বার্থে নিকাব নিষিদ্ধ ঘোষণা করেছেন তিউনিসিয়ার প্রধানমন্ত্রী ইউসেফ চাহেদ। গত জুন মাসের শেষের দিকে দেশটির রাজধানী তিউনিসে আত্মঘাতী হামলায় দুই জনের মৃত্যু ও সাত জন আহত হন। তিউনিসিয়ার প্রধানমন্ত্রী নিকাব নিষিদ্ধ করে একটি সরকারি বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন। যাতে সরকারি প্রশাসন ও প্রতিষ্ঠানে পুরো মুখ ঢেকে রাখার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা যেন সাময়িক হয় তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার কর্মীরা।
তিউনিসিয়ার দীর্ঘ সময় ধরে শাসনক্ষমতায় থাকা জাইন আল আবিদিন বেন আলীর সময় তিউনিসিয়ায় হিজাব ও নিকাব নিষিদ্ধ ছিল। ২০১১ সালে বেন আলীর পতনের পর নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হয়। দেশটির রাজধানী তিউনিসে গত মঙ্গলবার আত্মঘাতী বোমা হামলার জেরে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে ওই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। এরপর বৃহস্পতিবার আরও দুই আত্মঘাতী জঙ্গি পৃথক স্থানে হামলা চালিয়ে নিজেদের উড়িয়ে দেয়। এতে অন্তত একজন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। এছাড়া আরও অনেকেই আহত হয়েছে ওই হামলার ঘটনায়। রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে, নিরাপত্তার কথা বিবেচনা করে নারীদের নিকাব পরা নিষিদ্ধ করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে তিনবার আত্মঘাতী বোমা হামলার ঘটনার জেরে এ ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সরকার।
আইএ/পাবলিক ভয়েস