
বরগুনা সদর উপজেলার ৯ নম্বর এম বালীয়াতলী ইউনিয়নের নিমতলী গ্রাম অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে স্থানীয়রা নিমতলী গ্রামের বয়াতীবাড়ীর একটি বাগানে মরদেহ পড়ে থাকতে দেখে সদর থানা এবং বাবুগঞ্জ ফাঁড়িকে জানায় এলাকাবাসী।
বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) বেলাল জানান, আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জিআরএস/পাবলিক ভয়েস