
ভারতের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আদিত্য বিড়লা গ্রুপের প্রতিষ্ঠাতা বি কে বিড়লা বুধবার (৩ জুলাই) মুম্বাইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুর সময় ভারতীয় এই শিল্পপতি বয়স হয়েছিল ৯৮ বছর। পরিবার বলছে, ভারতীয় শিল্পের অন্যতম বাহক বি কে বিরলা বহুদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।
স্বাস্থ্যের ক্রমাগত অবনতি হওয়ায় তার নাতি কুমারমঙ্গলম বিড়লা তাকে মুম্বাই নিয়ে যান।মুম্বাইভিত্তিক এই ব্যবসায়ী দেশটির সেঞ্চুরি টেক্সটাইল অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ছিলেন এবং মাত্র ১৫ বছর বয়সেই ব্যবসায় যোগ দেন তিনি। কেশোরাম ইন্ডাস্ট্রির সভাপতি থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায় সহায়কও হয়ে ওঠেন তিনি।
বি কে বিড়লা উত্তরসূরী হিসেবে রেখে গেছেন তার দুই মেয়ে মঞ্জুশ্রী খৈতান ও জয়শ্রী মোহতাকে; যারা বর্তমানে কেশোরাম ইন্ডাস্ট্রিজ, জয়শ্রী টি অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সঙ্গে যুক্ত রয়েছেন। বি কে বিড়লার স্ত্রী সরলা বিড়লা ২০১৫ সালে মারা গেছেন। তাদের একমাত্র ছেলে আদিত্য বিক্রম বিড়লাও ১৯৯৫ সালে মারা যান।
আইএ/পাবলিক ভয়েস