
মানহানির মামলায় আজ বৃহস্পতিবার মুম্বাইয়ের মাজগাঁও আদালতে হাজিরা দিতে হবে সদ্য প্রাক্তন কংগ্রেস সভাপতিকে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর। খবরে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই তাকে সমন পাঠিয়েছিল আদালত। কিন্তু লোকসভা নির্বাচনের কারণে তিনি কিছু সময় চেয়েছিলেন। রাহুলের সেই আবেদন মঞ্জুর করেছিল আদালত। ঘটনার সূত্রপাত, ২০১৭ সালের সেপ্টেম্বর মাসের ঘটনার পরিপ্রেক্ষিতে। ওই সময়ে হত্যা করা হয় সাংবাদিক গৌরি লঙ্কেশকে।
সেই হত্যাকাণ্ডের সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ জ্রিত আছে বলে দাবি করেছিলেন রাহুল গান্ধী। তার দাবি ছিল, সংঘের মতাদর্শের বিরুদ্ধে কেউ কিছু বললেই প্রাণ হারাতে হচ্ছে। প্রাক্তন কংগ্রেস সভাপতির সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মামলা রুজু করে সংঘ সেবক ধ্রুতিমান জোশি। ২০১৭ সালের সেই মামলায় রাহুল গান্ধীর সঙ্গে বাম নেতা সীতারাম ইয়েচুরি এবং প্রাক্তন কংগ্রেস সভানেত্রী তথা রাহুল গান্ধীর মা সোনিয়া গান্ধীর নাম ছিল। যদিও সোনিয়া গান্ধীর বিরুদ্ধে অভিযোগ উঠিয়ে নেয় আদালত।
আইএ/পাবলিক ভয়েস