
শেখ নাসির উদ্দিন, খুলনা: খুলনার দৌলতপুরে সেইফ এন সেভ সুপার শপ থেকে ৩২৩৩০ টাকা মূল্যের নিষিদ্ধ পণ্য জব্দ করা হয়েছে। এছাড়াও পতাকা বিধিমালা লংঘনের অপরাধে ভবনের মালিকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (৩ জুলাই) খুলনা জেলা প্রাশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা মহানগরীর দৌলতপুরে ভ্রাম্যমান আদালতে অভিযান চালায়।
অভিযান কালে, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্ধারিত বাতিলকৃত ২১টি পণ্যের মধ্যে সফট ড্রিংকস পাউডার বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করার জন্য দৌলতপুরের সেইফ এন সেভ সুপার শপ থেকে ৩২,৩৩০ টাকা মূল্যের পণ্য জব্দ করা হয়। এছাড়াও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা ১৯৭২ লংঘনের অপরাধে বঙ্গবন্ধু বাণিজ্যিক ভবন মার্কেটের মালিক কর্তৃপক্ষকে ১০,০০০ টাকা অর্থদন্ড করা হয়।