
আগামী ৭ জুলাই থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় সড়কে থাকা অবৈধ ফুটপাত, স্থাপনা উচ্ছেদ ও বিশেষ এলাকায় নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র সাঈদ খোকন।
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এ সিদ্ধান্ত নেয়ো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিপটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। বুধবার দুপুরে নগর ভবনে আয়োজিত ঢাকা ট্রান্সপোর্ট কো অর্ডিনেশন কমিটির মিটিং শেষে তিনি এ কথা জানান।
মেয়র জানান ঢাকা শহরে প্রাথমিকভাবে কুড়িল থেকে খিলগাঁও হয়ে সায়েদাবাদ, গাবতলী আসাদগেট থেকে মিরপুর রোড হয়ে আজিমপুর এবং সাইন্সল্যাব থেকে শাহবাগ এলাকাগুলোতে রিকশা চলবে না। একইসাথে এক এলাকায় অবৈধ দখলে থাকা ফুটপাত মুক্ত করা হবে এবং এই এলাকায় যে সব স্থাপনা অবৈধ রয়েছে সেগুলো উচ্ছেদ করা হবে।
পর্যায়ক্রমে ঢাকা শহরের অনান্য এলাকাগুলোতেও একইভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করার ঘোষণা দেন মেয়র।
/এসএস