
তাহজীবুল আনাম, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব। নিহতের নাম সলিম উল্লাহ (৩৬)। র্যাবের দাবি, নিহত সলিম উল্লাহ একজন মাদক ও অস্ত্র ব্যবসায়ী।
বুধবার (৩জুলাই) ভোর রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালি মেরিন ড্রাইভ রোড সংলগ্ন ঝাউবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সলিম টেকনাফ পৌরসভার নতুন পল্লান পাড়ার নজির আহম্মদের ছেলে। ঘটনাস্থল থেকে ২টি এলজি, ৪রাউন্ড তাজা গুলি, ৩টি গুলির খোসা ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র্যাবের দুই সদস্যও আহত হয়েছেন।
টেকনাফ র্যাব ক্যাম্পের কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব জানিয়েছেন, ভোর রাতে ইয়াবা উদ্ধারের জন্য মেরিন ড্রাইভ রোড সংলগ্ন ঝাউবাগান এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবকে লক্ষ্য গুলি করে মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সলিম উল্লাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি বলেন, ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে দুটি এলজি, ১০ হাজার ইয়াবা ও চার রাউন্ড তাজা কার্তুজ ও তিনটি খালি খোসা উদ্ধার করা হয়েছে। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে।
/এসএস