
ভারতের স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী জি কৃষ্ণ রেড্ডি দাবি করেছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন মাদরাসা জঙ্গি তৈরি করছে। পশ্চিমবঙ্গের মাদরাসা থেকে তৈরি জঙ্গিরা গোটা ভারতে সন্ত্রাস ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তবে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল বিজেপি নেতার এই দাবি প্রত্যাখ্যান করেছে। তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, কেন্দ্র কোথা থেকে এমন তথ্য পেল, তা জানতে চাইবেন তারা।
রাজ্যের দুই বিজেপি সাংসদ খগেন মুর্মু ও সুকান্ত মজুমদারের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রেড্ডি জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী জেএমবি বর্ধমান ও মুর্শিদাবাদের কিছু মাদরাসাকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করছে। মাদরাসাগুলি পড়ুয়া ভর্তি করে তাদের মগজধোলাই করে জেহাদের মন্ত্রে দীক্ষিত করার কাজ চলছে। ওই সব গোয়েন্দা তথ্য রাজ্যকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
রাজ্যের তৃণমূল সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, ‘এটা বাংলায় অস্থিরতা তৈরির অভিসন্ধি। খাগড়াগড় কাণ্ডের পরে আমরা বলেছিলাম, কোনো একটা মাদরাসা থেকে হিংসা ছড়ানো হচ্ছে উদাহরণ দিন। আমরা গিয়ে তালা দিয়ে আসব। এনআইএ একটিও উদাহরণ দিতে পারেনি।’ তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দোপাধ্যায় বলেছেন, ‘এ ধরনের তথ্য দেওয়ার আগে কেন্দ্রের উচিত রাজ্য সরকারের সঙ্গে যাচাই করে নেওয়া। লিখিত প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্ন করা যায় না। তাই কিসের ভিত্তিতে ওই তথ্য কেন্দ্র দিয়েছে তা জানতে চাইবে দল।’
আইএ/পাবলিক ভয়েস