
মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী এলাকায় মাথাবিহীন একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে সীতা পাগলের আশ্রমসংলগ্ন রাস্তার পাশ থেকে মাথাবিহীন মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজন জানান, উপজেলার পারুয়ারকুল গ্রাম আশ্রম থেকে একটু দূরে রাস্তার উত্তর পাশে কলাবাগানের মধ্যে গলাকাটা মাথাবিহীন লাশটি কে বা কারা ফেলে রেখে যায়। লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, সকাল সাতটার দিকে তাঁদের কাছে লাশ পড়ে থাকার খবর আসে। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় না পাওয়ায় সেখান থেকে উদ্ধার হওয়া একটি স্যান্ডেল দেখে নিহতের চাচাতো ভাই লাশ সনাক্ত করেন।
নিহত যুবকের নাম ইমন (২৫), পিতা ইসলাম মোল্লা, গ্রাম ধল্লা চানপুর । সে এইচএসসি পাশের পর ঢাকায় চাকুরিরত ছিলো, ছুটিতে বাড়ি এসেছে বলে প্রাথমিক ভাবে যানা গেছে।
নিহতের স্বজনদের আসার আগেই মাগুরায় কোন হিমাগার না থাকায় বিকাল ৪ টা নাগাদ ময়নাতদন্তের কাজ শেষে গোরস্তানে বেওয়ারিশ হিসেবে দাফনের কাজ সম্পুর্ন হয়ে যায়।
রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এবং ঘটনা তদন্তে পুলিশ কাজ শুরু করেছে।
/এসএস