
চট্টগ্রাম প্রতিনিধি: ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) শিক্ষর্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। ইংরেজি বিভাগের একটি পরীক্ষা সংক্রান্ত জটিলতা নিরসনের দাবিতে এ অবরোধ করেন তারা।
মঙ্গলবার (২ জুলাই) দুপুরে চট্টগ্রামে খুলশী থানার ফয়েজ লেক এলাকার জাকির হোসেন রোডে সড়ক অবরোধ করে। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। সড়কে টায়ার জ্বালিয়ে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এসময় ফয়েজ লেকসহ আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
স্কুল ছুটির সময় হওয়ায় আশেপাশে মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন, দিন দিন দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কি জানি, যখন যার ইচ্ছে তাই করে যাচ্ছে, অথচ ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ জনগন করে।
পরে প্রশাসনের হস্তক্ষেপ অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা, খবর নিয়ে জানা যায় ভার্সিটির ‘ইংরেজি বিভাগের একটা পরীক্ষা সংক্রান্ত বিষয়েই শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
/এসএস