
গাজীপুরের শ্রীপুরে অটো স্পিনিং মিল নামে একটি কারখানার তুলার গোদামে আগুন লেগেছে। এ ঘটনায় রাসেল আহমেদ (৪৫) নামে এক নিরাপত্তা কর্মী মারা গেছেন। আগুণ নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। আজ মঙ্গলবার (২ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল বলেন, দুপুরে আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিট ঘটনা স্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এদিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মাহমুদ জানান, এ অগ্নিকাণ্ডের ঘটনায় রাসেল মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে বিকেল সোয়া চারটার দিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।
জিআরএস/পাবলিক ভয়েস