
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে শপথ গ্রহণ অনুষ্ঠান পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ ২ জুলাই মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিৎ চন্দ্র দাস এ শপথ পাঠ করান।
শপথ গ্রহণের পূর্বে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা ধানমণ্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে আসেন। তারপর অপরাজেয় বাংলার পাদদেশে শপথ পাঠ অনুষ্ঠান শুরু হয়।
শপথ পাঠের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিৎ চন্দ্র দাস বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি গঠিত হওয়ার পর আমরা আজকে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়েছি।
সনজিৎ আরো বলেন, জাতির পিতার প্রতি এবং দেশের প্রতি আমাদের যে ভালোবাসা আছে সেজন্য আমরা একটি শপথ পাঠের আয়োজন করেছি। শপথ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। আমি মনে করি সকলে সেই শপথ হৃদয়ে ধারণ করে দেশ ও দশের কল্যাণে কাজ করবে।
শপথ গ্রহণ অনুষ্ঠানের সঞ্জালনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।