নেই স্বাধীনতা, নেই নীতি
মাসুদ আর রহমান
সবাই বলে স্বাধীন দেশ
নেই স্বাধীনতা, নেই নীতি,
মোরা আছি বেশ!
নীতিহীন পশুময় জীবন
মোরা সবাই করছি ধারণ
লম্পটেরা দেশটা করছে শোষণ।
মাঠঘাট, দোকান-পাটে
মারামারি, খুন-খারাবি
কেউ চোখ বুজে দেখে
কেউ গাইছে দেশের গুণগান।
রক্তপিপাসু, ধর্ষকেরা কবে
পশুত্ব ছেড়ে মানুষ হবে!
টিচার যারা, ওরাও পাবে না ছাড়
খুলবো মুখোশ, করবো গোমর ফাঁস,
মিথ্যের সাথে কভু করবো না আপোষ।
শিক্ষকের কামুক নেশার বলি
হয় নুসরাত, মুক্তাকলি,
এসব তবে হোক বন্ধ
তাতে হবে না কারো মন্দ।
সভ্যতা আজ উঠেছে লাটে
হায়! আজ মানবতা কোথায়!
দুর্বলেরা সব ভয়ে পালায়
সাহসী! তোমরা কোথায়?
ওরা মরছে মানুষ পিষে
দেশ গেল রসাতলে,
কথা কাজে সভ্য সাজে
উপড়ে ফেলো ওদের শিকড়টাকে।
বর্বরতা চলছে বেড়ে
খুন গুমে গেছে দেশ ভরে
নেই বিচার, চলছে নৈরাজ্য
এসব দেখতে পারি না, হয় না সহ্য!
ভণ্ড নেতা চোরের পিতা
দেশের বাজালো বারোটা
কাজেকর্মে দু’নাম্বরি
ভান ধরে, যেন ধোয়া তুলসী।
আইএ/পাবলিক ভয়েস