
ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ পর্যায়ের যুদ্ধ-প্রস্তুতিতে রয়েছে এবং যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে যাতে শত্রুর চরম ক্ষতি সাধন হবে। ইরানের খাতামুল আম্বিয়া সদরদপ্তরগুলো কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রাশিদ একথা বলেছেন। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র এ কমান্ডার আজ (সোমবার) বলেন, যেকোনো সামরিক সংঘাত এড়ানোর জন্য ইরান সর্বোচ্চ চেষ্টা করবে তবে তার অর্থ এই নয় যে, ইরানি সেনারা যুদ্ধের জন্য প্রস্তুত নন। শত্রুরা হামলা চালালে ইরান তার দ্রুত ও কঠোর জবাব দেবে।
ইরানি সেনারা অতীতের চেয়ে এখন বেশি সতর্ক ও প্রস্তুত বলেও তিনি মন্তব্য করেন। হরমুজ প্রণালীর কাছে ইরানি নৌ সেনাদের একটি ঘাঁটি পরিদর্শনের সময় জেনারেল রাশিদ এসব কথা বলেন। তিনি বলেন, “আমরা সতর্ক করছি যে, যদি যুদ্ধ শুরু হয় তাহলে তার সময়সীমা কিংবা পরিধি কোনোকিছুর ওপরই কারো নিয়ন্ত্রণ থাকবে না।” ইরানের এ সেনা কর্মকর্তা আশা করেন, ইরাক ও আফগান যুদ্ধ থেকে মার্কিণ সরকার শিক্ষা নেবে। এ দুই যুদ্ধে আমেরিকার সাত ট্রিলিয়ন ডলার খরচ হয়েছে। এছাড়া, কয়েক হাজার সেনা নিহত হয়েছে। সূত্র: পার্সটুডে।
আইএ/পাবলিক ভয়েস