রোহিঙ্গাদেরকে অস্ত্র ও প্রশিক্ষন দিয়ে আরাকানসহ তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া নিজ ভূমি উদ্ধারে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করার সম্পূর্ণ অধিকার বাংলাদেশের রয়েছে বলে মন্তব্য করেছেন জাগ্রত কবি ও ন্যাশনাল মূভমেন্টের প্রেসিডেন্ট মুহিব খান।
তিনি এক বিবৃতিতে বলেন; ভেবেচিন্তেই এই মতামত দিচ্ছি যে, বাংলাদেশের উচিত রোহিঙ্গাদের স্বাধীনতা অর্জনের পথ পরিস্কার করে দেওয়া এবং সেজন্য প্রয়োজন হলে তাদেরকে অস্ত্র ও প্রশিক্ষণের ব্যাবস্থা করা। স্বাধীনতা অর্জন মাধ্যমেই রোহিঙ্গারা তাদের হারানো অধিকার ফিরে পাবে মতামত এই দ্রোহের কবির।
তিনি এ বিষয়ে পাবলিক ভয়েসের সাথে আলাপে বলেন, সম্প্রতি মার্কিন কংগ্রেস আরাকানকে বাংলাদেশের অন্তর্ভূক্তি করার একটি খসড়া প্রস্তাব উঠেছে। সেখানে আরাকান তথা রাখাইনকে বাংলাদেশের সাথে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়ার জন্য বাজেটবিষয়ক শুনানিতে। মুহিব খান বলেন, আরাকান বিষয়ে আমরা এমন কথা আগেও বলেছিলাম। যেহেতু রোহিঙ্গাদের অধিকার রক্ষায় মিয়ানমার সচেষ্ট নয় তাই তাদের ভূমি তাদের ফিরিয়ে দেওয়া বা তারা যেখানে থাকতে সাচ্ছন্দবোধ করে সেখানে তাদের ভূমি একত্রিত করে দিয়ে দেওয়াই তাদের মানবিক অধিকার। যেহেতু রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাই রোহিঙ্গাদের ভূমি আরাকান বা রাখাইন রাজ্য বাংলাদেশের অন্তর্ভূক্তি করে দেওয়াই উচিত।
প্রসঙ্গত : মিয়ানমারের বৌদ্ধ ও সেনাবাহিনীদের নির্মম অত্যাচারে জীবন বাঁচাতে ২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে পালিয়ে আসে সাত লাখেরও বেশি রোহিঙ্গা। নতুন পুরনো মিলে কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৪টি ক্যাম্পে এখন বসবাস করছে প্রায় ১২ লাখ রোহিঙ্গা।