ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, জনগণের প্রবল আপত্তিকে উপেক্ষা করে সরকারের একতরফা গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণা দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে।
আজ (৩০ জুন) এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের মহাসচিব মহাসচিব বলেন, এর ফলে সাধারণ মানুষের চরম ভোগান্তি সৃষ্টি হবে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি হবে, মানুষের জীবন নির্বাহ দূরহ হয়ে পড়বে। উৎপাদন হ্রাস পাবে, যাতায়াত ভাড়া বৃদ্ধি পাবে। অর্থ্যাৎ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে।
তিনি বলেন, সরকার গ্যাসখাতের লুটপাট ও দুর্নীতি বন্ধ না করে বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত মরার উপর খরার ঘাঁ। তিনি বলেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জনগণের প্রতি তাদের কোন দরদ নেই।
তিনি আরও বলেন, সিস্টেম লস, চুরি, দুর্নীতি ও লুটপাট বন্ধ কার্যকর উদ্যোগ নিলে গ্যাস-বিদ্যুতের দাম বাড়াতে হতো না। তিনি বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধি করা অযৌক্তিক। গ্যাসের মূল্য বৃদ্ধি হওয়ায় নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের কষ্ট পড়বে।