
বরগুনায় রিফাত হত্যায় এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল আসামিসহ দোষীরা সবাই শিগগিরই ধরা পড়বে এবং দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি পাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ রোববার বিকেলে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক কারণে কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এজহারভুক্ত ছিল ১২ জন। আমরা শনাক্ত করেছি ১৩ জনকে। এছাড়া আরো কয়েকজন আমাদের আওতার মধ্যে চলে আসবে। তবে সবাই নানাভাবে আমাদের সহযোগিতা করেছে।
তিনি আরো বলেন, আমরা যাদের ধরেছি তারা সবাই সেই ভিডিওতে ছিল এবং এজহারভুক্ত। মূল আসামি যেই থাকুক, তাকে আমরা রাজনৈতিক নেতা হিসেবে না ধরি। তাকে একজন অপরাধী হিসেবে ধরেই যা আমাদের করণীয় তাই করে যাচ্ছি।’
উল্লেখ্য, গত বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্য দিবালোকে রিফাত নেওয়াজ শরীফ (২২) নামের এক যুবককে কুপিয়ে জখম করে তার স্ত্রী আয়শা আক্তার মিন্নির সাবেক স্বামী দাবিকারী নয়ন বন্ড ও তার সহযোগীরা। পরে গুরুতর আহত অবস্থায় রিফাতকে প্রথমে বরগুনা সদর হাসপাতাল ও পরে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল (শেবাচিম) কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।
জিআরএস/পাবলিক ভয়েস