
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশে চাকরি পেতে যাওয়া এজহার নামীয় আসামী মোহাম্মদ সাগরকে গ্রেফতার করেছে পুলিশ। সাগর পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন। বরগুনা পুলিশ লাইনে আজ তার স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা ছিলো। এ ঘটনায় সাগরের চ্যাটিং গ্রুপের স্ক্রিনশর্ট প্রকাশ হলে এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলে নড়েচড়ে বসে পুলিশ।
রিফাত হত্যার আগে নয়ন বন্ডের সাথে হত্যার পরিকল্পনায় ‘০০৭’ নামের ফেসবুক চ্যাটগ্রুপে সাগরও পরিকল্পনায় যুক্ত ছিলো। এই গ্রুপেই রিফাত হত্যার পরিকল্পনা করা হয়। গ্রুপে রিফাত হত্যার পরিকল্পনার কথোপকথনের বেশ কয়েকটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সংবাদ মাধ্যমে এ নিয়ে খবর প্রকাশ হলে দ্রুতই সাগরকে গ্রেফতার করা হয়।
রবিবার পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে সাগরকে কখন ও কোথা থেকে গ্রেফতার করা হয়েছে তা জানানো হয়নি।
পুলিশ সদর দফতর সূত্র জানায়, কোনো আবেদনকারী যদি ফৌজদারি মামলার আসামি হয় তাহলে তার নিয়োগ আপনা আপনি বাতিল হয়ে যায়। তার পুলিশে চাকরি করার সুযোগ নেই।
/এসএস