
বরগুনায় সরকারি কলেজের সামনে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হ্যার প্রতিবাদে গতকাল শনিবার রাজধানীসহ বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসব কর্মসূচি থেকে প্রধান আসামি নয়ন বন্ড ও রিফাত ফরাজীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়। সেই সঙ্গে তারা জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
ঢাকা : রিফাত হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন। সংগঠনের চেয়ারম্যান ড. আবদুর রহিম খান বলেন, মানবতা দিন দিন এমন পর্যায়ে পৌঁছেছে যে দুর্বৃত্তরা প্রকাশ্যে মানুষ হত্যার মতো অপরাধ করার সাহস দেখাচ্ছে। এমন নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থা চরম সংকটের মধ্যে পড়বে। মানববন্ধনে ফাউন্ডেশনের মহাসচিব রবিউল ইসলাম, সিইও রোকনুজ্জামান ভুলিয়া রকি, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক জুয়েল রানা প্রমুখ বক্তব্য রাখেন।
বরগুনা : সকাল ১০টার দিকে বরগুনা প্রেস ক্লাব চত্বরে ‘বরগুনার সর্বস্তরের জনগণ’ ব্যানারে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। এতে নিহতের স্বজনদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার হাজার হাজার মানুষ অংশ নেন। মানববন্ধনে রিফাতের বাবা দুলাল শরীফ, জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, সাংগঠনিক সম্পাদক রইসুল আলম রিপন, সদর উপজেলা আ.লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, জেলা আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সুনাম দেবনাথ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু ও জেলা ছাত্রলীগর সভাপতি জুবায়ের আদনান অনিক প্রমুখ বক্তব্য রাখেন।
সাতক্ষীরা : নৃশংস এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তার করে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি প্রদান এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে জেলা প্রেস ক্লাবের সামনে সাতক্ষীরা নাগরিক কমিটি এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে আ.লীগ নেতা অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, ওয়ার্কার্স পার্টির নেতা ফাহিমুল হক কিসলু, জাসদ কেন্দ্রীয় নেতা ওবায়দুস সুলতান বাবলু, বাসদ নেতা অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল, সাতক্ষীরা নাগরিক কমিটির আহ্বায়ক আনিসুর রহিম, সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেজুতি প্রমুখ বক্তব্য রাখেন।
হবিগঞ্জ : নৃশংস এ হত্যাকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জে শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ মানববন্ধন করেছে। গতকাল দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের সমন্বয়ক বশিরুল আলম কাউছারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্রনেতা হাবিবুর রহমান খোকন, শফিউল আলম আবদাল ও জাহাঙ্গীর আলম প্রমুখ।
ঝিনাইদহ : গতকাল দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে রিফাত হত্যার প্রতিবাদ ও খুনিদের শাস্তির দাবিতে বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র মানববন্ধন করেছে। এতে সাংস্কৃতিক, মানবাধিকার কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন বিহঙ্গের সাধারণ সম্পাদক শাহীনুল আলম লিটন, ঝংকার শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক শান্ত জোয়ার্দ্দার, জাগরণ সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক বাবুল আক্তার লাল্টু, ঝিনেদা থিয়েটারের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ প্রমুখ।
মানববন্ধনে হত্যাকারীদের বিচার দ্রুত সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। দিনাজপুর সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির আহ্বায়ক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন দিনাজপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দীন বাচ্চু ও রবীন্দ্র সম্মেলন পরিষদের সভাপতি রবিউল আউয়াল খোকা প্রমুখ।
জিআরএস/পাবলিক ভয়েস