ধর্ষণে বাধা দেয়ায় 'শাস্তি' হিসেবে এক পরিবারের মা ও মেয়ের মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগে ভারতের বিহার রাজ্যে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। একদল লোক ধর্ষণের উদ্দেশ্য নিয়ে ঐ নারীদের বাড়িতে হামলা চালায় বলে জানায় পুলিশ। পুলিশের ভাষ্যমতে, হামলাকারী ব্যক্তিদের মধ্যে একজন স্থানীয় জনপ্রতিনিধিও ছিল। খবর বিবিসির।
ওই নারীরা বাধা দিলে হামলাকারীরা তাদের মারধর করে, তাদের মাথা ন্যাড়া করে দেয় এবং তাদেরকে সারা গ্রাম জুড়ে হাঁটানো হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনার সাথে জড়িত আরো পাঁচজনকে খুঁজছে তারা। এএনআিই সংবাদ সংস্থাকে ভুক্তভোগী মেয়েটির মা জানায়, "লাঠ দিয়ে আমাদের বেদম প্রহার করা হয়। আমার শরীরে সব জায়গায় আঘাত পেয়েছি এবং আমার মেয়ের শরীরেও বিভিন্ন স্থানে আঘাত রয়েছে।" তিনি আরও জানান, সব গ্রামবাসীর সামনে তাদের মাথা ন্যাড়া করে দেওয়া হয়।
আইএ/পাবলিক ভয়স