
নামাজ শেষে করে মসজিদ থেকে বের হতেই মোহাম্মদ তাজ (১৬) নামের এক মুসলিমকে কিছু উগ্রপন্থী হিন্দু 'জয় শ্রীরাম' বলতে জোর করে। রাজি না হওয়ায় বেধড়ক মারধর করা হয় ওই কিশোরকে। ভারতের উত্তরপ্রদেশের কিদওয়াই নগরে গত শুক্রবার এমন ঘটনা ঘটে।
ভারতীয় বার্তা সংস্থা ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, শুক্রবারের ১৬ বছরের মোহাম্মদ তাজ নামাজ শেষে বের হওয়ার পর বেশ কয়েকজন যুবক এসে তাকে ঘিরে ধরে। তাজের টুপি খুলে ফেলে দেয় তারা। জোর করা হয় জয় শ্রীরাম বলার জন্যে। তাজ জয় শ্রীরাম বলতে অসম্মতি জানালে তাজকে ওই যুবকেরা বেধড়ক মারধর করে। বিষয়টি ইতোমধ্যেই সাড়া ফেলেছে বিভিন্ন দিকে। চাপের মুখে পুলিশ মামলা রুজু করেছে। তবে মুসলিম এ কিশোরকে মারধর করায় পুলিশ এখনও উগ্রপন্থী কোনো হিন্দুকে গ্রেফতার করেনি।
সম্প্রতি ভারতের ঝাড়খণ্ডে এক মুসলিম যুবককে চোর সন্দেহে পিটিয়ে মারা হয়। তার আগে তাকে দিয়ে জয় শ্রীরাম, জয় হনুমান বলানো পর্যন্ত হয়েছে। এর আগে চলতি ট্রেন থেকে মাদরাসা শিক্ষককে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় জয় শ্রীরাম বলতে। ভারতে একের পর এক ঘটছে অঘটন, মুসলিমদের দমন-পীড়ন চলছে। খতিয়ে দেখা গেছে এসব বিষয় গুরুত্ব দিচ্ছেন না দায়িত্বশীলরা।
গতকালের খবর, ভারতের রাজস্থানে স্বঘোষিত গোরক্ষকদের গণপিটুনিতে নিহত পেহলু খানের বিরুদ্ধে গরু পাচারের অভিযোগে চার্জশিট দেওয়ায় মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান এ নেতা আসাদউদ্দিন ওয়াইসি রাজ্যের ক্ষমতাসীন কংগ্রেস সরকারের প্রতি ক্ষোভও প্রকাশ করেছেন।
আইএ/পাবলিক ভয়েস