রাজশাহীর কাটাখালীতে দুই ট্রাক-বাস পাশাপাশি অতিক্রম করার সময় চাপায় ফিরোজ নামের এক বাসযাত্রীর কনুই থেকে হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফিরোজ হোসেন রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, এ ঘটনায় ফিরোজের ডান হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফিরোজের বাড়ি বগুড়ার নন্দীগ্রামে। তার বাবার মাহফুজুর রহমান।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান কাটাখালী থানার এই পুলিশ কর্মকর্তা।
জিআরএস/পাবলিক ভয়েস