
নড়াইলের কালিয়ায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৮ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন- পৌর এলাকার ছোট কালিয়া গ্রামের প্রল্লভ বর্মনের ছেলে নয়ন বর্মন (২৫) ও সাতক্ষীরার কোরবান সরদারের ছেলে ফারুক সরদার (৪০)।
পুলিশ জানায়, ভক্তডাঙ্গা বিলের মাঠে নয়ন বর্মনের মাছের ঘেরে কাজ করছিলেন ওই দুজন। বজ্রপাতে আহত হওয়ার পর তাদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
জিআরএস/পাবলিক ভয়েস