
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে অগ্নিকান্ডে পুড়ে গেছে খামার বাড়ি গ্রোসারি। স্থানীয় সময় ভোর ছয়টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে ফায়ার ডিপার্টমেন্টের কয়েকটি ইউনিট কাজ করে। আধঘণ্টা চেষ্টার পর সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
চারতলা ভবনটির নীচতলায় খামার বাড়ি গ্রোসারিতে আগুন লাগলে আশপাশের বাসিন্দা ও পথচারিরা আতংকগ্রস্ত হয়ে পড়েন। ভবনটিতে অন্তত তিনটি বিভিন্ন ধরনের দোকান ও বেশ কয়েকটি অফিস রয়েছে। প্রায় সবগুলো প্রতিষ্ঠানই বাংলাদেশি মালিকানাধীন। অগ্নিকান্ডে কেউ হতাহত হয়নি।
আইএ/পাবলিক ভয়েস