কোপা আমেরিকার গ্রুপ পর্বে দাপটের সঙ্গে উতরে গেলেও কোয়ার্টার-ফাইনালে প্যারাগুয়ের তো থামিয়েই দিয়েছিলো ব্রাজিলকে। তবে শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ানো শ্বাসরূদ্ধকর খেলায় জয় তুলে সেমি-ফাইনালের টিকিট নিয়েই মাঠ ছেড়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
শুক্রবার বাংলাদেশ সময় সকালে পোর্তো এলেগ্রেতে শেষ হওয়া ম্যাচটিতে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় গোলশূন্য ড্রয়ে। পরে টাইব্রেকারে প্যারাগুয়েকে ৪-৩ গোলে হারায় ব্রাজিল।
টাইব্রেকারে গোল করা ব্রাজিলের চার খেলোয়াড় হলেন-উইলিয়ান, মার্কিনিয়োস, ফিলিপে কৌতিনিয়ো ও গাব্রিয়েল জেসুস। গোল মিস করেন রবের্তো ফিরমিনো।
নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখালেও তেমন কোনো কার্যকরী আক্রমণে যেতে পারেনি ব্রাজিল। প্রথমার্ধে উল্লেখযোগ্য কোনো গোলের সুযোগই পায়নি তারা।
দ্বিতীয়ার্ধে ব্রাজিলের ফিরমিনোকে ফাউল করে সেন্টার-ব্যাক ফাবিয়ান বালবুয়েনা লাল কার্ড পেলে দশ জনের দলে পরিণত হয় প্যারাগুয়ে। এরপর ব্রাজিল আক্রমণে একচেটিয়া আধিপত্য দেখালেও গোলের দেখা পায়নি। বার বার ব্যর্থ হচ্ছিলেন দলটির ফরোয়ার্ডরা। গোলশূন্যতায় শেষ হয় নির্ধারিত ও যোগ করা সময়ের খেলা।
ম্যাচ গড়ায় টাইব্রেকারে। নির্ধারিত সময়ে ব্যার্থ হলেও ট্রাইবেকারের অগ্নিপরীক্ষায় জয় পায় ব্রাজিল। সেমি ফাইনালে চিরপ্রতিদ্বন্ধী আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার তুমুল সম্ভাবনা রয়েছে যদি ভেনেজুয়েলাকে টপকে সেমিতে উঠতে পারে আর্জেন্টিনা।
/এসএস