
বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী খালিদ বিন আহমাদ আলে খলিফা প্রকাশ্যে বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে তার দেশ শান্তি এবং ভালো সম্পর্ক চায়। টাইমস অব ইসরাইলের সঙ্গে গতকাল (বুধবার) নজিরবিহীন এক সাক্ষাৎকারে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী সম্পর্ক প্রতিষ্ঠার কথা বলেন।
খালিদ বিন আহমাদ আরও বলেন, “আমরা ইসরাইলকে শান্তির প্রস্তাব দিচ্ছি। তিনি বলেন, “আরব ভাইদের মধ্যে জর্দান ও মিশরের পর শুধুমাত্র আমরাই ইসরাইলের অস্তিত্ব মেনে নিলেও আমরা বিশ্বাস করি অন্য আরব দেশ তা মেনে নেবে। অন্য আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য তিনি ইসরাইলকে সরাসরি প্রস্তাব দেয়ার পরামর্শ দেন।
আমেরিকার পৃষ্ঠপোষকতায় বাহরাইনে অনুষ্ঠিত চরম বিতর্কিত সম্মেলনের অবকাশে খালিদ বিন আহমাদ আলে খলিফা এ সাক্ষাৎকার দেন। সম্মেলনে ফিলিস্তিন-ইসরাইল সংকট নিরসনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথিত ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’র অংশবিশেষ উন্মোচন করেন। সাক্ষাৎকারে বাহরাইনের পররষ্ট্রমন্ত্রী আরও বলেন, “ইসরাইলের অস্তিত্ব টিকিয়ে রাখার অধিকার রয়েছে এবং সেখানে অবশ্যই ইসরাইল সরকার থাকবে।”
আইএ/পাবলিক ভয়েস