
জরুরি অবতরণকালে রাশিয়ার সাইবারিয়ার বিমানবন্দরে এন্টোনোভ-এ -২৪ বিমান বিধ্বস্ত হয়ে ক্যাপ্টেন ও মেকানিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন কমপেক্ষ ৭ জন। বৃহস্পতিবার পূর্ব সাইবেরিয়ার প্রাদেশিক রাজধানী উলান-উডে থেকে নিযনিয়ানগ্রাস্কের উদ্দেশে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
আঞ্চলিক কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। তবে বিমানটি পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার আগেই সব যাত্রী নিরাপদে স্থানান্তরিত হয়েছেন। ফ্লাইটটি রাশিয়ার আঞ্চলিক বিমান সংস্থা আঙ্গারার পরিচালিত।
আঞ্চলিক কর্তৃপক্ষ জানায়, ৪ জন ক্রু সদস্যসহ মোট ৪৬ জনকে বহনকারী বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে একটি ভবনে ধাক্কা দেয়, এতে বিমানটিতে আগুন লেগে যায়। প্রাদেশিক রাজধানী উলান-উডে থেকে নিযনিয়ানগ্রাস্কের উদ্দেশে যাওয়ার সময় বিমানটির একটি ইঞ্জিন অকেজো হয়ে যায়, যার ফলে বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
আইএ/পাবলিক ভয়েস