
ভারতে ইনশাল্লাহ বেড়েছে, রাম নবমীর বীজ তলায় তলায় আরও বেড়েছে। বিধানসভার অধিবেশনে তৃণমূলের বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তার পাল্টা ফিরহাদ হাকিম দাবি করলেন, তৃণমূল সরকার কাউকে তোয়াজ করে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ করে থাকে বিজেপি।
গত কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন জায়গা থেকে একের পর এক মুসলিম নির্যাতনের খবর আসছে। এরপরও বিজেপি নেতারা মুসলিম তোষণের অভিযোগ করে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অবশ্য মাত্র একজন বিজেপি নেতা উগ্র হিন্দুত্ববাদের কথা শিকার করেছেন। তিনি হিন্দুদের বেশ সমালচনাও করেছেন।
এদিকে সুজন চক্রবর্তী বিধানসভায় দাঁড়িয়ে বললেন,'ইনশাল্লাহ যত বেড়েছে, রাম নবমীর বীজ তলায় তলায় আরও বেড়েছে'। সুজনবাবুদের অভিযোগ নস্যাত্ করে ফিরহাদ হাকিম বলেন, ‘এখানে অনেকেই তোয়াজের কথা বলেন। অনেকেই বলেন, আমরা নাকি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে তোয়াজ করি। তাদের বলে রাখি, দক্ষিণেশ্বরে স্কাইওয়াক তৈরি করেছি।
ভোগঘর হচ্ছে। তারা একবার সেটা দেখুন।’ তিনি আরও বলেন, ‘কোনও ধর্মকে তোয়াজ করি না আমরা। বাংলার ঐক্যে বিশ্বাস করি। এটাই আমাদের ঐতিহ্য।’ এদিন আবার কংগ্রেসের বিধায়ক মইনুল হক মুখ্যমন্ত্রীকে সরাসরি প্রশ্ন ছুড়ে দেন, 'আপনাকে কে বলেছিল ইমামভাতা দিতে।' তার অভিযোগ, 'আপনারাই পশ্চিমবঙ্গে ধর্মীয় মেরুকরণ করেছেন। কে বলেছিল আপনাকে ইমাম ভাতা দিতে? কেন রেড রোডে ইদের জামাতে গিয়েছিলেন আপনি? কোনও মহিলা ওখানে যান না।
আইএ/পাবলিক ভয়েস