
চট্টগ্রামের পটিয়ার ডাক বাংলো মোড়ে মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। শিশুসহ দগ্ধ ১৭, আশঙ্কাজনক ৩।
গ্যাস শেষ হলে পুনরায় গ্যাস নিয়ে চলা শুরু করার পর পটিয়ার ডাক বাংলো মোড় এলাকায় এলে বিকট শব্দে মাইক্রোবাসে বিস্ফোরন ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের ফলে এই অগ্নিদগ্ধের ঘটনা ঘটে।
আহতদের স্বজনরা জানায়, চট্টগ্রাম বিমানবন্দরে পরিবারের আখতার হোসেন নামের এক সদস্যকে সৌদী আরবগামী বিমানে তুলে দিয়ে একই মাইক্রোবাসে সাতকানিয়ার বাড়িতে ফিরছিলেন পরিবারের সবাই। এসময় চট্টগ্রামের পটিয়ার একটি গ্যাস পাম্প থেকে গ্যাস নেয় মাইক্রোবাসটি।
এ ঘটনায় সৌদী আরবগামী আখতার হোসেনের তিন বছর বয়সী শিশু আবির হোসেনসহ ১৭ জন অগ্নিদগ্ধ হয়েছে। আহতরা সকলেই একে অপরের আত্নীয়। আহতদের সকলকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
আইএ/পাবলিক ভয়েস