
রাজ্য বিজেপি নেতা রাজু বন্দোপাধ্যায় বলেন, আহতরা জটিল পরিস্থিতির মধ্যে রয়েছেন৷ এখনও বিপদমুক্ত নন। চিকিৎসা চলছে। রাজ্যে জঙ্গল রাজ চলছে, গণতন্ত্র নেই বলে দাবি করেন তিনি৷ বলেন, মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে এখন গুণ্ডা, পুলিশ আর মাফিয়ারা রাজত্ব করছে।
রাজ্য বিজেপি নেতা রাজু বন্দোপাধ্যায় বাঁকুড়ার পাত্রসায়রের কাঁকরডাঙ্গা মোড়ের গুলিবিদ্ধের ঘটনায় আহতদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দেখতে গেলেন৷ তাঁর সঙ্গে ছিলেন দলের জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র৷
ভারতীয় বার্তা সংস্থা কলকাতা নিউজের এক প্রতিবেদনে বলা হয়, এদিন আহতদের চিকিৎসা পরিষেবা সংক্রান্ত খোঁজ খবর নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে রাজ্য বিজেপি নেতা বলেন, আরও কত রক্তের বিনিময়ে উনি ক্ষমতায় থাকতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জনতা ওনাকে উচিৎ শিক্ষা দিয়েছে, তারপরেও উনি মানুষের রক্তের বিনিময়ে হলেও ক্ষমতায় টিকে থাকতে চাইছেন বলে দাবি করেন তিনি।
গত শনিবার তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী পাত্রসায়রে দলীয় কর্মসূচী সেরে ফেরার পর স্থানীয় কাঁকরডাঙ্গা মোড়ে সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হন অষ্টম শ্রেণীর এক ছাত্র সহ তিন জন।
রাতেই বছর তেরোর সৌমেন বাউরী, তাপস বাউরী ও টুলু খাঁকে গুরুতর আহত অবস্থায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়। এই ঘটনার পর আহতরা তাদের দলের সমর্থক দাবি করে বিজেপি তাদের সমর্থকদের পুলিশের গুলি চালনার অভিযোগ তোলে।
আইএ/পাবলিক ভয়েস