
রাজধানীর যাত্রাবাড়ীতে লাইসেন্সধারী শটগানের গুলিতে ৩ শিশুসহ একই পরিবারের চার জন এছাড়াও আরো একজন সহ মোট পাঁচজন আহত হয়েছেন। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
শনিবার রাত ১১টার দিকে শনির আখড়া গোবিন্দপুর নূর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শটগানের গুলিতে আহতরা আশঙ্কামুক্ত জানিয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, শনির আখড়া গোবিন্দপুর এলাকায় লাইসেন্সকৃত শটগান দিয়ে গুলির ঘটনা ঘটেছে। এতে বাসার ভিতরে থাকা কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।
আমরা ঘটনাস্থলে আছি, বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে।
/এসএস