গাজীপুর চৌরাস্তায় অবস্থিত জামিয়াতুর রাহমায় ২০১৯, ২০ শিক্ষাবৰ্ষের ছাত্ৰদের হাদীসের সৰ্বোচ্চ কিতাব বোখারী শরীফের উদ্বোধনী সবক (পাঠদান) করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।
আজ ২১ জুন শুক্ৰবার জামিয়ার দারুল হাদীস মিলনায়তনে মাদরাসার প্ৰতিষ্ঠাতা পরিচালক ও আস সুফফাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা গাজী আল মাহমুদের সভাপতিত্বে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
আল্লামা বাবুনগরী হাদীসের গুরুত্ব,হাদীস সংকলনের ইতিহাস ও ইমাম বোখারীর জীবন বৃত্তান্ত আলোচনা করে নবীন আলেম ও যুবকদের উদ্দেশ্যে গুরুত্বপূৰ্ণ একটি মেসেজ দিতে গিয়ে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, আমাদের মনে রাখতে হবে আল্লাহ তা'য়ালা আমাদের প্ৰতিপালক,মহাগ্ৰন্থ আল কুরআন ও নবী করীম সা.এর সুন্নাতই আমাদের সংবিধান,শাশ্বত ধৰ্ম ইসলাম আমাদের পূৰ্ণাঙ্গ জীবন বিধান এবং রাসুল সা. আমাদের রাহবার।
সন্ত্ৰাস দমনে,শান্তি প্ৰতিষ্ঠায়,তাগুতের মোকাবেলায় ইসলামী জিহাদ আমাদের মুক্তির পথ,আল্লাহ তা'য়ালার রাস্তায় মৃত্যুবরণ আমাদের জীবনের মূল্যবান স্বপ্ন এবং কুরআন সুন্নাহ'র গভীর জ্ঞান অৰ্জন করে সৎ চরিত্রের অধিকারী হয়ে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্ৰতিষ্ঠা,বিশ্ব নবী সা.এর আদৰ্শ বাস্তবায়ন এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে সৰ্বক্ষেত্ৰে শান্তি,ন্যায় ও সত্যের পরিবেশ সৃষ্টি করা আমাদের অপরিহাৰ্য দায়িত্ব ও কৰ্তব্য।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা সোহরাব আলী খান কাসেমী,মুফতি মিজানুর রহমান সাঈদ,মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী,মাওলানা আশেকে মোস্তফা,মুফতি হাবীবুর রহমান মিয়াজী,মুফতি মুনির কাসেমী,মুফতি ইরশাদুল্লাহ কাসেমী প্রমুখ।
বার্তা প্রেরক, ইনামুল হাসান ফারুকী
আইএ/পাবলিক ভয়েস