অবশেষে নৌকযোগে ইউরোপ যাওয়ার সময় ভূমধ্যসাগরে আটকা পড়া ৬৪ বাংলাদেশির মধ্যে ১৭ জন দেশে ফিরছেন। শুক্রবার বিকেল ৫টা ১৫ মিনিটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
জানা গেছে, অবতরণ করার পরপরই গোয়েন্দা সংস্থার লোকেরা বিমানবন্দরের ভেতরেই তাদের কোনো একটি কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন। বাংলাদেশের কোন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহায়তায় তারা তিউনিসিয়া গিয়েছিলেন, সে তথ্য নেয়া হচ্ছে বলেও জানা গেছে।
এদিকে লিবিয়া উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাত্রার সময় তিউনিসিয়ার সীমানা থেকে গত ৩১ মে ৬৪ বাংলাদেশিকে উদ্ধার করা হয়। তবে এসব অভিবাসীকে তিউনিসিয়া বা ইউরোপের কোনো দেশ গ্রহণ করতে অস্বীকৃতি জানায়।
এ পরিস্থিতিতে তিউনিসিয়ার সরকার, রেড ক্রিসেন্ট সোসাইটি, মানবাধিকার সংগঠন এবং আইওএমসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগের মাধ্যমে তাদেরকে তিউনিসিয়ায় অবতরণের ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস।
উদ্ধার হওয়া ৬৪ জনের মধ্যে প্রথম দফায় আজ শুক্রবার ১৭ জন ঢাকা ফিরছেন। অন্যদেরও পর্যায়ক্রমে আনা হবে বলে জানিয়েছে দূতাবাস।
জিআরএস/পাবলিক ভয়েস