
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় স্বামী ও স্ত্রীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ শুক্রবার (২১ জুন) বিকেলে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের চানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আবু বাক্কার (২৬) ও তার স্ত্রী হিমা আক্তার (২৩)। তারা চানপুর গ্রামের বাসিন্দা। নিহত আবু বাক্কার পেশায় রিকশা চালক ছিলেন।
উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য কামরুজ্জামান চঞ্চল বিষয়টি নিশ্চিত করেছেন।
জিআরএস/পাবলিক ভয়েস