
বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন-১০ লঞ্চে মধ্যরাতে আগুন লাগে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গতকাল মঙ্গলবার (১৮ জুন) দিনগত রাতে লঞ্চের তৃতীয় তলার পেছনের দিকে আগুন লাগে বলে জানিয়েছে যাত্রীরা।
পরে কর্তৃপক্ষের চেষ্টায় কোনো ধরনের হতাহতের ঘটনা ছাড়াই লঞ্চটি যাত্রীদের নিয়ে বুধবার (১৯ জুন) সকালে নিরাপদে ঢাকা পৌঁছেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জানা যায়, লঞ্চে আগুন লাগলে যাত্রীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ সে খবর ছড়িয়ে দিলে স্বজনদের মধ্যেও আতঙ্ক দেখা দেয়।
লঞ্চের যাত্রী মনিরুজ্জামান জানান, রাত দেড়টার দিকে লঞ্চে আগুন লাগার খবর দ্রুত ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। যদিও তাৎক্ষণিক লঞ্চ কর্মকর্তাদের হস্তক্ষেপে বিষয়টি দ্রুত সমাধান হয়ে যাওয়ায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ বরিশালের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার লঞ্চ কর্মকর্তাদের বরাত দিয়ে জানান, ঠিক আগুন লেগেছে এটা বলা যাবে না। কাঠের একটি টুকরো ধোঁয়া নির্গমনকারী পাইপের সঙ্গে লেগে ছিলো। ওই পাইপটি গরম হয় সেই কাঠের টুকরোটি আগুনের ফুলকির মতো দেখা যায়। যা তাৎক্ষণিকভাবে নিভিয়ে ফেলা হয়। পরবর্তীতে আজ বুধবার সকালে যাত্রীদের নিয়ে নিরাপদেই লঞ্চটি ঢাকাতে পৌঁছেছে বলেও জানান তিনি।
জিআরএস/পাবলিক ভয়েস