মঙ্গলবার সপ্তদশ লোকসভা নির্বাচনের পর সংসদ অধিবেশনের দ্বিতীয় দিন ছিল। আর এই দ্বিতীয় দিনে সংসদে এক মুসলিম সাংসদের বক্তব্যতে শুরু হয় হাঙ্গামা। উত্তর প্রদেশের প্রাক্তন সরকার সমাজবাদী পার্টির সাংসদ শফিকুর রহমান শপথ নেওয়ার পর ‘বন্দেমাতরম’ ইসলাম বিরোধী বলে, সংসদ ভবনে এই ধ্বনি না তোলার কথা বলেন।
রহমানের এই বয়ানের পর বিজেপি এবং এনডিএ জোটের সাংসদেরা সংসদ ভবনে ওনার চরম বিরোধিতা করেন। আজকের অধিবেশন শুরু হওয়ার পর বিজেপি এবং তাঁর সহযোগী দল গুলো সংসদ ভবনে বন্দেমাতরম আর ভারত মাতা কি জয় ধ্বনি তোলেন।
সোমবার থেকে সংসদের শুরু হয়েছে সপ্তদশ লোকসভার প্রথম অধিবেশন। শুরুতেই চলছে সাংসদদের শপথগ্রহণ। সোমবারের পর মঙ্গলবারও শপথ নিচ্ছেন সাংসদরা।
শাফিকুর রহামান যখন শপথ নিচ্ছেন, তখন ট্রেজারি বেঞ্চ থেকে বন্দেমাতরম ধ্বনি দিতে দেখা যায় সাংসদদের। আর তাতেই ক্ষোভ প্রকাশ করেন শফিকুল রহমান। শপথ নেওয়ার পর তিনি সাফ জানিয়েদেন বন্দেমাতরম নিয়ে নিজের মত। আর সেই মত জানানোর পর তা নিয়ে শুরু হয় হট্টগোল।
এআইএমআইএমের নেতা তথা হায়দরাবাদের সাংসদ আসাদ্দুদিন ওয়াইসি যখন শপথ নিতে যান, তখনই সংসদে বন্দেমাতরম ও জয় শ্রীরাম ধ্বনি শোনা যায়।
আইএ/পাবলিক ভয়েস