ঘাম ঝড়ানো পরিশ্রমে
আনেন খাদ্য কণা
আর কেউ নন তিনি আমার
বাবা আপনজনা।
নিত্য সকাল ভোর বেলাতে
যায় ছুটে যায় মাঠে
আহার বুনেন ক্ষেত খামারে
ফসলি তল্লাটে।
সন্ধ্যা সাঁঝে ফিরেন ঘরে
রৌদ্র মাখা দেহ
স্বার্থ বিহীন এমন মানুষ
ধরাতে নেই কেহ।
বাবার ছবি বুকে আঁকা
বাবা মনের কাবা
জগত মাঝে নেই তুলনা
বাবা আমার বাবা।
এই পৃথিবীর সব বাবারা
মনের কোণে স্বপ্ন বোনে
সব বাবারাই কান পেতে সব
খোকা খুকুর গল্প শোনে।
সব বাবারাই স্বপ্ন দেখে
তার মায়ার ধন বড় হবে
বুকের মানিক জীবন গেলেও
অমর কীর্তি পড়ে রবে।
সব বাবারাই স্বপ্নচারী
স্বপ্ন বুনেন আপন মনে
সত্যি হলে ছিটফোঁটাটাও
ফেরি করেন জনে জনে।
আমার বাবাও তেমন বাবা
স্বপ্ন দেখেন আমায় ঘিরে
তাইতো আমার বাবা থাকেন
আমার মনের আপন নীড়ে।
সাহিত্য/পাবলিক ভয়েস/এসএস