
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে চালক জনি হোসেন (৩২) ও হেলপার (সহকারী) তৌহিদুল ইসলাম (২৬) নিহত হয়েছেন।
আজ রোববার (১৬ জুন) সকাল ৬টার দিকে উপজেলার ছালাভরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক জনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মাধবপুর গ্রামের মানিক আলীর ছেলে ও সহকারী তৌহিদুলের নাম জানা গেলেও তাৎক্ষণিকভাবে ঠিকানা পাওয়া যায়নি।
ঝিনাইদহ কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী বলেন, সকালে সিমেন্ট বোঝাই একটি ট্রাক খুলনা থেকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে ট্রাকটি ঝিনাইদহের কালীগঞ্জের ছালাভরা এলাকায় পৌঁছালে সামনের চাকা ফেটে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ওপর থেকে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক জনি ও সহকারী তৌহিদুল নিহত হন।
মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
জিআরএস/পাবলিক ভয়েস