নোয়াখালীর সুবর্ণচরে বজ্রপাতে মোতালেব হোসেন (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১৫ জুন) দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে সমিতির বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মোতালেব মোহাম্মদপুর ৮ নম্বর ওয়ার্ডের ইদ্রিস মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে গরু আনতে যান মোতালেব। এসময় বজ্রপাতে মৃত্যু হয় তার।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
জিআরএস/পাবলিক ভয়েস