
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর যাত্রীবাহী বাসটি খাদে পড়ে যায়। এতে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।
আজহ শনিবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল ওভার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, রাজশাহী থেকে ঢাকাগামী একতা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঝাঐল ওভার ব্রিজ পার হয়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ২০ যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
জিআরএস/পাবলিক বয়েস