
জাতিসংঘ ঘোষিত ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনের লক্ষ্যে এই বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
রীতি অনুযায়ী জাতীয় সংসদে বাজেট ঘোষণার পরেরদিন বাজেটোত্তর সংবাদ সম্মেলন করে থাকেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। অসুস্থার কারণে গতকাল জাতীয় সংসদে অর্থমন্ত্রী পূর্ণাঙ্গ বাজেট উপস্থাপন করতে পারেননি। পরে অর্থমন্ত্রীর অনুরোধে প্রধানমন্ত্রী বাজেট বইয়ের বাকী অংশ উপস্থান করেন।
মন্ত্রীর অসুস্থতার কারণে আজ শুক্রবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনও প্রধানমন্ত্রী নিজে করছেন।
উল্লেখ্য, এসডিজি হলো জাতীসংঘ ঘোষিত ভবিষ্যত আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত একগুচ্ছ লক্ষ্যমাত্রা। ২০১৫ সালের আগস্ট মাসে ১৯৩টি দেশ ক্ষুধা, দারিদ্র, মানসম্মত শিক্ষা, লিঙ্গ বৈষম্য দূর, উদ্ভাবন, কর্মসংস্থান সহ ১৭ লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে একমত হয়। এই লক্ষ্যমাত্রা অর্জনই এসডিজি।
/এসএস