
চার্জে রেখে মোবাইল পকেটে নিয়ে ঘুমিয়েছিলো কিশোর সাজু মিয়া (১২)। এরপর চার্জ ওভারলোড হয়ে বিস্ফোরণ ঘটলে মর্মান্তিক মৃত্যু হয় সাজুর। কুধবার দুপুরে হবিগঞ্জের বাহুবল উপজেলায় চকগাও গ্রামে এ মর্মান্তিক দূর্ঘটান ঘটে।
নিহত কিশোর উপজেলার পুটিজুরী চকগাও গ্রামের জালাল মিয়ার ছেলে।
পুটিজুরী ইউনিয়নের চেয়ারম্যান মো. তারা মিয়া জানান, বুধবার দুপুর ১টার দিকে বৈদ্যুতিক ছকেটে মোবাইল ফোন চার্জে লাগিয়ে জামার পকেটে মোবাইলটি রেখে ঘুমিয়ে পড়ে।
কিছুক্ষণ পর মোবাইলটি ওভার চার্জ হয়ে বিস্ফোরিত হলে সঙ্গে সঙ্গেই সাজু মিয়া মৃত্যুর কোলে ঢলে পড়ে। মোবাইলটি বিস্ফোরিত হওয়ার কারণে তার বুকের বাম পার্শ্বে ঝলসে গেছে।
তার অকাল মৃত্যুতে সাজু মিয়ার পরিবারে শোকের ছায়া নেমে আসে।
/এসএস