চীন ও তাইওয়ানে অপরাধী প্রত্যর্পণ আইন পাস নিয়ে পুনরায় বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন আন্দোলনকারীরা৷ আইনজীবী ও মানবাধিকার সংগঠনের পথ ধরে বিক্ষোভ নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন ব্যবসায়ীরাও৷
প্রত্যর্পণ আইন পাস না করতে মঙ্গলবার প্রধানমন্ত্রী ক্যারি ল্যামের প্রতি আহ্বান জানিয়েছেন কয়েকজন ব্যবসায়ী৷ তারা বলছেন, সংঘাত-সংঘর্ষের কারণে ব্যবসার ক্ষেত্রে বিদেশিদের আস্থা নষ্ট হবে৷
‘‘আইনি প্রক্রিয়ার একাগ্রতা ও স্বাধীনতাই হচ্ছে হংকংয়ের ভবিষ্যতের মূল কেন্দ্রবিন্দু,'' বলেছেন চীন-ভিত্তিক প্রিমাভেরা ক্যাপিটাল গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফ্রেড হু৷
এদিকে, প্রধানমন্ত্রী ক্যারি ল্যামের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তাঁকে আইনটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন অ্যাক্টিভিস্ট ও উদ্যোক্তা ডেভিড ওয়েব৷
তিনি লিখেছেন, ''যদি আপনি জোর করে সামনে এগোন, তাহলে সংসদের মাধ্যমে আইনটি পাস করিয়ে নিতে পারবেন, সে ঠিক৷ তবে এটার রাজনৈতিক মূল্য হবে ভয়াবহ এবং তা হংকংয়ের আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করবে৷''
রোববার প্রায় ১০ লাখ লোকের বিক্ষোভের পরও প্রত্যর্পণ আইন পাসে শক্ত অবস্থান ব্যক্ত করেছেন হংকংয়ের প্রধানমন্ত্রী ক্যারি ল্যাম৷ বুধবার এটি নিয়ে সংসদে দ্বিতীয় দফার বিতর্ক হবে৷
সূত্র: ডয়চে ভেলে
আইএ/পাবলিক ভয়েস