নোয়াখালী জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে পড়ে ৫ শিশুসহ ৯জন আহত হয়েছে। আহতদের হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় অনেক অভিভাবককে হাসপাতাল ছাড়তেও দেখা যায়।
বুধবার (১২ জুন) সকাল ৭টায় এই ঘটনা ঘটে।
আহতরা হলো−রাফি (২ বছর ৬ মাস), ইমাম উদ্দিন (৫), মো. ইসমাইল (৫), মো. রাসেল (১৬), সুমাইয়া (১২),পারুলবেগম (৪৭),মো. ইব্রাহিম (৫০),রোজিনা বেগম (২০) ওবাদশা (৩৫)।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, ‘সকাল ৭টায় হঠাৎ শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে পড়ে পাঁচ শিশু ও চার অভিভাবকসহ মোট নয় জন আহত হয়। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
রোগীর স্বজনরা জানান, সকাল ৭টার দিকে হঠাৎ শিশু ওয়ার্ডে বিকট শব্দে পলেস্তারা খসে এ দুর্ঘটনা ঘটে। এ সময় রোগীর স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার মো. হুমায়ুন জানান, খবর পেয়ে ফায়ার স্টেশনের লোকজন ঘটনাস্থলে গিয়ে অন্য রোগীদের বের করে আনে।
আইএ/পাবলিক ভয়েস