
নিজের দুর্বলতা ঢাকতেই ডিআইজি মিজান দুদক পরিচালককে ঘুষ দিয়েছেন। এজন্য তাকে শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামাল।
সকালে রাজধানীর বকশীবাজারের কারা কনভেনশন সেন্টারে সুরক্ষা সেবা বিভাগ আয়োজিত উদ্ভাবনী মেলা ও শোকেসিং ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে একথা জানান মন্ত্রী।
তিনি বলেন, ঘুষ দেওয়া এবং নেওয়া দুটোই সমান অপরাধ। সরকারী কর্মকর্তা হিসেব দুদক কর্মকর্তাকে ঘুষ দিয়ে ডিআইজি মিজান গুরুতর অপরাধ করেছেন। তার নারী কেলেঙ্কারির অভিযোগের বিচার প্রক্রীয়া চলমান, এখন ঘুষ প্রদানের জন্যও শাস্তির মুখোমুখি হতে হবে।
এছাড়াও নুসরাত হত্যাকান্ডের ঘটনায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ওসি মোয়াজ্জেম দেশেই আছেন বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সে যেন দেশের বাহিরে যেতে না পারে সে নির্দেশনা দেওয়া আছে, শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে এমন তথ্যও জানিয়েছেন মন্ত্রী।
এর আগে বকশীবাজারের কারা কমিউনিটি সেন্টারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা ৫ টি বিভাগের বিভিন্ন সেবা সম্পর্কে জানাতে উদ্ভাবনী মেলা ও শোকেসিং ২০১৯ এর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আইএ/পাববিলক ভয়েস