
‘এক এগারোর কুশীলবদের বিচার হওয়া দরকার। না হলে আবারো এক এগারোর আশঙ্কা রয়ে যাবে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম।
নাসিম বলেন, সামরিক-বেসামরিক যে আইনেই হোক বিচার হতে হবে। আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জানিয়ে তিনি বলেন, বিএনপি আবারো এক এগারোর চক্রান্ত করতে পারে। অন্য নামে ফিরে আসতে পারে।
শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রসঙ্গ, সেনা সমর্থিত ১/১১ এর তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই ভোরে ধানমন্ডির বাসভবন থেকে শেখ হাসিনা গ্রেফতার হন। গ্রেফতার করে প্রথমে তাকে ঢাকা মেট্রোপলিটন আদালতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে নিয়ে আটক রাখা হয়।
এ সময় কারাগারের অভ্যন্তরে শেখ হাসিনা মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। তখন তার চিকিৎসকরা তাকে বিদেশে চিকিৎসার জন্য পরামর্শ দেন। আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপসহীন মনোভাব ও অনড় দাবির পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়।
দীর্ঘ প্রায় ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে তিনি মুক্তি পান।
/এসএস