সম্প্রতি ব্রাজিলের এক তরুণী নেইমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন৷ নেইমার তা অস্বীকার করে প্রমাণ হিসাবে ওই তরুণীর ছবি ও বার্তা সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন৷
এ ব্যাপারে বৃহস্প্রতিবার পুলিশের কাছে সাক্ষ্য দিয়েছেন নেইমার। সম্প্রতি তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা নারীর ছবি ও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশও করেছেন তিনি।
তবে অনুমতি ছাড়া এসব প্রকাশ করায় পুলিশের মুখোমুখি হতে হয়েছে তাকে। ১৫ মে প্যারিসের একটি হোটেলে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ।
নেইমার সামাজিক মাধ্যমে অভিযোগ অস্বীকার করে মূলত ওই নারীর ছবি ও বার্তা প্রকাশ করেছেন। ১৫ মের পরে পাঠানো এসব বার্তা বন্ধুসুলভ বলে দাবি করেন নেইমার।
ওই নারীর অভিযোগ, তিনি ‘আনপ্রটেক্টড সেক্স’ করতে অস্বীকার করলে নেইমার আক্রমনাত্মক হয়ে উঠেছিলেন।
সূত্র: ডয়চে ভেলে
আইএ/পাবলিক ভয়েস