
ফেনীতে বাস-লেগুনা সংঘর্ষে মা-মেয়েসহ ৩জন নিহিত হয়েছে। আহত হয়েছে অন্তত ৭জন। বুধবার সন্ধা ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বোগদাদীয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
ফেনী থানার পুলিশ ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, একটি লেগুনা ফেনী থেকে যাত্রী বোঝাই করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া বাজার যাওয়ার পথে বোগদাদীয়া নামক এলকায় পৌঁছলে পেছন দিক থেকে দ্রুত গতি সম্পন্ন ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়।
এতে লেগুনা চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই তিনজন যাত্রী নিহত হন এবং আহত হন আরো ৭জন। আহতদেরকে ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এদের মধ্যে দু’জন মা-মেয়ে বলে জানা গেছে।
নিহতদের মধ্যে মুক্তিযোদ্ধা আবদুস ছোবহান নামের একজনের পরিচয় পাওয়া গেলেও বাকী দুইজনের নাম পরিচয় পাওয়া যায়নি।
এদিকে ফেনী সদর হাসপাতালের কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হাসান শাম্মী জানান, আহতদের তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বাকীদেরকে ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
/এসএস