
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয় ট্রাক চাপায় এক পথচারী নিহত হয়েছে। উপজেলার আষাড়িয়ার চর এলাকায় মঙ্গলবার রাতে রাস্তা পারাপারের সময় এ দূর্ঘনা ঘটে। নিহত পথচারীর নাম বিনোদ দাস (২৬)।
কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সরদার জানান, উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ার চর এলাকায় আমান গ্রুপের কুমিল্লা গামী একটি ট্রাক (ঢাকা-মেট্রো-উ-১২-১৩০০) রাস্তা পারাপারের সময় বিনোদ দাস নামের এক পথচারীকে চাপা দিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বিনোদ দাস কুড়িগ্রামের চিলমারি উপজেলার মন্ডলপাড়া গ্রামের পুলেন দাসের ছেলে।
/এসএস