ভয়েস স্পোর্টস: বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে সব কটি উেইকেট হারিয়ে ২৪৪ রান তুলেছে বাংলাদেশ। ৪৯ ওভার ২ বল খেলে এ রান তোলে বাংলাদেশ।
এর আগে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। শুরুটা খুব বেশি ভালোও হয়নি খারাপ হয়নি। দলীয় ৪৫ ও ৬০ রানের মাথায় দুই ওপেনার সৌম্য সরকার ২৫ ও তামিম ইকবাল ২৪ রানে আউট হয়ে সাঘরে ফিরেন।
এরপর মুশফিক-সাকিব জুটি গড়ে কিছু হাল ধরেন। মুশফিক ১৯ রানে আউট হলেও সাকিব করেন টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি। খেলেন ৬৮ বলে ৬৪ রানের ইনিংস। মিঠিুনের সাথে কিছু সময় জুচি গড়ে সাকিব ফিরে যাওয়ার পর মিঠুনও দলীয় ১৭৯ রানের মাথায় ফিরে যান ব্যক্তিগত ২৬ রানে।
এপর ৪১ বলে ২৬ রানের ধীরগতির ইনিংস খেলে দ্রুতই চলে যান মাহমুদ উল্লাহ রিয়াদ। মোসাদ্দেক ফিরে যান ২২ বলে ১১ রান করে। তবে শেষ দিকে সাইফুদ্দিন কিছুটা রান তোলেন। শেষ উইকেট হারানোর আগে সাইফুদ্দিন করেন ২৩ বলে ২৯ রান। এর আগে মেহেদি ও মাশরাফি আউট হন ৭ ও ১ রানে।
নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি ৪৭ রানে তুলে নেন ৪ উইকেট। ট্রেন্ট বোল্ট নেন ২টি উইকেট। এছাড়া লুকি ফারগুসুন, কলিন ডি গ্রান্ডহোম ও মিচেল স্যান্টনার নেন ১টি করে উইকেট।
/এসএস